Extra virgin olive oil স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের নিকট অতি পরিচিত একটি নাম। অলিভ অয়েল মূলত অলিভ বা জয়তুন থেকে সংগৃহীত তেল। লো স্যাচুরেডেট ফ্যাট যুক্ত তেল হওয়ায় এটি শারীরিক সুস্থতায় নানা ভাবে ভূমিকা রাখে।
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কী?
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মূলত মেশিন ব্যবহার করে অথবা হস্তচালিত পদ্ধতিতে জয়তুন পিষে নিষ্কাশিত তেল। এই তেল প্রস্তুতিতে কোন রূপ তাপ বা কেমিক্যাল ব্যবহার করা হয় না। এমনকি এই তেলের স্বাদ গন্ধ বৃদ্ধিতেও কোনরূপ রাসায়নিকের ব্যবহার হয় না। ফলে আসল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল চিনতে হলে আপনাকে অলিভের আসল স্বাদ ও ঘ্রাণ সম্পর্কে জানতে হবে। তবে এই অলিভ বাংলাদেশে প্রাপ্ত জলপাই নয়। এছাড়াও এই তেলের এসিডিক মাত্রা তুলনামূলক কম হয়ে থাকে।
খাস ফুডের Extra virgin olive oil (Turkman) সেরা কেনো?
খাস ফুডের এই অলিভ অয়েল সরাসরি তুরস্ক থেকে আমদানিকৃত অপরিশোধিত অলিভ অয়েল। আমদানীর পর এই অলিভ অয়েল খাস ফুডের বিশেষ প্যাকেজিং এর মাধ্যমে বাজারজাত করা হয়। ফলে খাঁটি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের নিশ্চয়তা থাকছে খাস ফুড থেকে।
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কেন স্বাস্থ্যসম্মত?
১। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।
২। ত্বকের প্রাচুর্য্য ধরে রাখতে সহায়ক।
৩। হৃদসুরক্ষায় অত্যন্ত কার্যকরী।
৪। এতে রয়েছে স্বাস্থ্যসম্মত ফ্যাট MUFA যা রক্তচার, কোলেস্টেরল, স্ট্রোক, ডায়াবেটিস এর মতন রোগের ঝুঁকি হ্রাস করে।
৫। ওজন নিয়ন্ত্রণে এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বেশ উপযোগী।
৬। ক্যান্সার প্রতিরোধের জন্য প্রয়োজনীয় উপদান এই তেলে বিদ্যমান।
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল রান্নায় বা সালাদে ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেনো এই তেল অধিক তাপে রান্নার কাজে ব্যবহৃত না হয়। অধিক তাপে রান্নায় এর পুষ্টিগুণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
Got The Question About This Product?
You must be logged in to post a comment.
Eta ki chuler jonne use kora zabe?
আমাদের কাছে এক্সট্রা ভার্জিন টার্কমান অলিভ ওয়েল (জয়তুনের তেল) আছে।
এটা আপনি নিশ্চিন্তে চুলে ব্যবহার করতে পারবেন ও খাবার হিসেবেও ব্যবহার করতে পারেন।
এসিডিক মাত্রা কত?
দুঃখিত স্যার, এটা সঠিকভাবে বলা যাচ্ছেনা। পণ্যটির বিবরণীতে এসিডিক মাত্রা কত তা উল্লেখ নেই।