খাস ফুড কী ও কেন?

খাস ফুড বাংলাদেশের একটি স্বনামধন্য নিরাপদ খাদ্য সরবারহকারী প্রতিষ্ঠান, যা দেশ ও দেশের বাইরের স্বাস্থ্য সচেতন গ্রাহকদের কাছে নিরাপদ, প্রাকৃতিক এবং উচ্চ মানসম্পন্ন খাদ্য পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ…
খাস ফুড বাংলাদেশের একটি স্বনামধন্য নিরাপদ খাদ্য সরবারহকারী প্রতিষ্ঠান, যা দেশ ও দেশের বাইরের স্বাস্থ্য সচেতন গ্রাহকদের কাছে নিরাপদ, প্রাকৃতিক এবং উচ্চ মানসম্পন্ন খাদ্য পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার লক্ষ্যে এবং গ্রাহকদের কাছে নিরাপদ খাদ্য পণ্য আরো সহজলভ্য করতেই নিরন্তর কাজ করছে খাস ফুড। ২০১৫ সালে দুই দূরদর্শী উদ্যোক্তা দ্বারা প্রতিষ্ঠিত, এই কোম্পানির জন্ম খাদ্য নিরাপত্তা, মাটির গুনগত মান রক্ষা এবং টেকসই কৃষিকাজের প্রতি ক্রমবর্ধমান উদ্বেগের মধ্য দিয়ে।

এরই ধারাবাহিকতায় নিরাপদ খাদ্যপণ্যকে প্রতিটি মানুষের কাছে আরও সহজলভ্য করতে ক্রমাগত কাজ করছে খাস ফুডের অঙ্গপ্রতিষ্ঠান খাস দাওয়াত। সুগন্ধি চিনিগুড়া চাল, মুড়ি, সরিষার তেল, ঘি, লাচ্ছা সেমাই, মধুসহ আরো বেশ কিছু খাদ্য পণ্য নিয়ে ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের ৫টি বিভাগের ৪০ টিরও বেশি পরিবেশকের মাধ্যমে প্রায় দশ লক্ষাধিক গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে গেছে খাস দাওয়াত। আর এই সফলতার অন্যতম কারিগর আমাদের পরিবেশকগণ, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় খাস দাওয়াত ছুটে চলছে দুর্বার গতিতে। খাস ফুড বিশ্বাস করে সকলকে সাথে নিয়ে খাস দাওয়াত খুব দ্রুতই অর্জন করবে এক অনন্য উচ্চতা।

খাস দাওয়াতের ডিস্ট্রিবিউটর কেন হবেন?

New Project (65)

নিরাপদ ও হালাল খাদ্য পণ্যের শীর্ষে

New Project (66)

কম বিনিয়োগে অধিক লাভের সম্ভাবনা

New Project (67)

সেলস অফিসার ও সেলস ম্যানেজার দ্বারা রিটেইল আউটলেটে ব্যবসায়ীক নেটওয়ার্ক তৈরি

inlj2cctc4fwhrqkyvd6[1]

চাহিদা বৃদ্ধিতে নিয়মিত মার্কেটিং ও প্রমোশন

New Project (69)

ভোক্তার সন্তুষ্টি অর্জন ও নিয়মিত বিক্রয় বৃদ্ধি

scofdydunsnxsx67zvve[1]

অর্ডার প্রদানের ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পণ্য প্রাপ্তির নিশ্চয়তা

আপনার জীজ্ঞাসা

ডিস্ট্রিবিউটরশিপ নিতে ইনভেস্টমেন্টের পরিমাণ কত?

এলাকা ও সেলস অফিসারের উপর ভিত্তি করে ন্যূনতম ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা।

কোম্পানি কর্তৃক সেলস অফিসার ও এরিয়া ম্যানেজারের নিয়োগ দেওয়া হয় কিনা?

ডিস্ট্রিবিউটরের এলাকার উপর ভিত্তি করে এক অথবা একাধিক সেলস অফিসার ও ব্যবসা দেখাশোনার জন্য এরিয়া ম্যানেজার নিয়োগ প্রদান করা হয়।

অর্ডার করার পরে কত দিনের মধ্যে পণ্য পাওয়া যায়?

অর্ডার করার ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পণ্য পাওয়া যায়।

তালিকা ভুক্ত পণ্যগুলো চাহিদা অনুযায়ী এভেইলেবল কিনা?

মার্কেট এর চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ নিশ্চিত করা হয়।

বর্তমানে কতটি পণ্য/ এসকেইউ আছে?

বর্তমানে ২০ টি পণ্য/ এসকেইউ আছে।

নতুন পণ্য অন্তর্ভুক্তির পরিকল্পনা আছে কিনা?

মার্কেটের চাহিদা অনুযায়ী দিনে দিনে নতুন পণ্য অন্তর্ভুক্ত করা হবে।

পণ্যের গুণগত মান কেমন?

খাসফুড সব সময়ই নিরাপদ ও বিশুদ্ধ খাদ্য পণ্য সরবরাহের নিশ্চয়তা প্রদান করে।

ডিস্ট্রিবিউটর হতে আগ্রহী?


বিস্তারিত জানতে যোগাযোগ করুন-