চাটনি খাবারের স্বাদ পরিবর্তনে চমৎকার ভূমিকা রাখে। তার মধ্যে মিক্সড চাটনি (Mixed Fruit Chutney) বেশ পরিচিত এবং মুখরোচক একটি খাবারই বলা যায়। চাটনি মূলত একধরনের সস জাতীয় খাবার। বিভিন্ন খাবারের স্বাদ বৃদ্ধিতে সাইড ডিশ হিসেবে এর ব্যবহার হয়ে থাকে। এর উৎপত্তিস্থল হিসেবে ভারতীয় উপমহাদেশকেই অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশ বিশেষ করে ভারতের বিভিন্ন অঞ্চলে নানান রকমের চাটনি বিশেষ জনপ্রিয়। কোন উপকরণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে তার উপর ভিত্তি করে এর প্রকারভেদ নির্ধারণ করা হয়।
খাস ফুড বরাবরই নানা ধরনের সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে হাজির হয়। এরই ধারাবাহিকতায় খাস ফুডের খাদ্য সম্ভারে আছে মিক্সড চাটনি।
খাস মিক্সড চাটনির উপকরণ সমূহ –
জলপাই, বরই, আমলকি, তেঁতুল, চিনি, পাঁচফোড়ন, জিরা, সিরকা, লবণ, ধনিয়া এবং মরিচ।
কেনো খাস ফুডের মিক্সড চাটনি (Mixed Fruit Chutney) সেরা?
১। বাছাইকৃত ফল থেকে প্রস্তুতকৃত।
২। সম্পূর্ণ ঘরোয়া ভাবে তৈরি।
৩। কোনরূপ রাসায়নিক ব্যবহৃত হয় নি। ফলে শতভাগ বিশুদ্ধ ও স্বাস্থ্য সম্মত।
৪। এর শেলফ লাইফ তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ, সঠিকভাবে সংরক্ষণ করলে বেশ কিছুদিন (প্যাকেজিং এর তারিখ হতে প্রায় আট মাস পর্যন্ত) রেখে খাওয়া যায়।
৫। এতে ব্যবহৃত ফলগুলো সংগ্রহ থেকে শুরু করে চাটনি বানিয়ে তা প্যাকেজিং পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া নিজস্ব তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়। ফলে এর মান নিয়ে কোন সংশয়ের অবকাশ নেই।
৬। খাস ফুডের খাঁটি সব মশলা ব্যবহার করা হয়।
৭। সম্পূর্ণরূপে হাইজিন মেনে প্রস্তুতকৃত
Got The Question About This Product?
You must be logged in to post a comment.
I did not like it, the taste was too sweet.
Sir, we are sorry for your bad experience. We are taking note of the matter.
Lots of seeds also.
Sir, we are sorry for your bad experience. We are taking note of the matter.