রেসিপি

বুটের ডালের হালুয়া বানানোর রেসিপি জেনে নিন।

হালুয়া রেসিপি

শব-এ-বরাত এলে যে জিনিসটার কথা সবার আগে মনে পড়ে তা হলো হালুয়া। শব এ বরাত উপলক্ষ্যে বিভিন্ন প্রকার হালুয়া খাওয়ার প্রচলন রয়েছে – যেমন বুটের ডালের হালুয়া, সুজির হালুয়া, গাজরের হালুয়া, পোস্তো’র হালুয়া ইত্যাদি। এর মধ্যে বুটের ডালের হালুয়া এমনই একটি মুখরোচক খাবার যা শুধু শব এ বরাত নয়, বরঞ্চ যেকোনো সময়েই খাওয়া যায়। আজ আমরা একটি হালুয়া রেসিপি শিখাব আপনাদের। জেনে নিন কিভাবে তৈরি করবেন বুটের ডালের হালুয়া।

বুটের হালুয়া রেসিপি

  • বুটের ডাল ১ কাপ
  • গরুর দুধ ২ কাপ
  • লাল চিনি ১ কাপ বা স্বাদ অনুযায়ী কম বা বেশিও দেয়া যাবে
  • লবণ ১ চিমটি
  • খাঁটি গাওয়া ঘি/তেল আধা কাপ + ১ টেবিল চামচ
  • এলাচ ২ টি
  • দারুচিনি ২ টুকরা
  • তেজপাতা ১ টি
  • বাদাম কুচি ২ টেবিল চামচ
  • কিসমিস ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি :

প্রথমে বুটের ডাল ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পরিমাণমত পানি দিয়ে বুটের ডাল সিদ্ধ করে পানি শুকিয়ে নিন। গরুর দুধে অল্প পানি মিশিয়ে নিন। এবার সিদ্ধ বুটের ডালে একটু একটু দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিন, পাটায়ও বেটে নিতে পারেন, যদি পাটায় বেটে নেন তবে সে ক্ষেত্রে দুধ দেবার দরকার হবেনা দুধ একবারে হালুয়া তৈরির সময় দিলেই হবে। এখন ননস্টিক ফ্রাইং প্যানে খাঁটি গাওয়া ঘি/তেল গরম দিয়ে একে একে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। এবার বুটের ডাল ও গরুর দুধ এর মিশ্রণ দিয়ে দিন। ঘন ঘন নাড়ুন যাতে নিচে পোড়া না লাগে। চুলার আঁচ মাঝারি রাখুন। এরপর লাল চিনি দিয়ে দিন, এক চিমটি লবণ দিন।বাদাম কুচি এবং কিসমিস দিন। নাড়তে নাড়তে এক পর্যায়ে হালুয়া যখন ঘন হয়ে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিন। যে প্লেট বা ট্রে তে হালুয়া ঢালবেন তাতে সামান্য গাওয়া ঘি মাখিয়ে নিন। এবার প্লেটে হালুয়া ঢেলে সমান করে বিছিয়ে পছন্দ মতো সাইজে কেটে নিন। উপরে বাদাম কুচি এবং কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু বুটের ডালের হালুয়া। শব এ বরাতে পরিবার পরিজনকে এই হালুয়া দিয়ে আপ্যায়ন করুন!

হালুয়া বানানোর রেসিপি তো জানলেন। কিন্তু মনে রাখবেন খাবার শুধু সুস্বাদু হলেই চলবে না, সাথে নিরাপদ ও পুষ্টিগুণ সম্পন্ন হতে হবে। আপনি চাইলে হালুয়া বানানোর প্রয়োজনীয় উপকরণগুলো খাসফুড অনলাইন শপে অর্ডার করতে পারেন। আমরা ন্যায্য মূল্যে বাজারের সেরা পন্যটি ক্রেতাদের হাতে তুলে দিতে বদ্ধ পরিকর।

আরও পড়ুন

এখন থেকে ওভেন ছাড়াই ঘরে বসে বানাতে পারবেন সুস্বাদু কেক

জেনে নিন ঘরে বসে ওভেন ছাড়াই ঝটপট পুডিং বানানোর নিয়ম

Leave a Reply